ঢাকা: ক্যালেন্ডারের পাতায় আজ থেকে ২০২৫ সাল। নতুন বছরে মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু সিনেমা।
বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে মধ্যবিত্ত। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এমনটাই নিশ্চিত করেছেন পরিচালক তানভীর হাসান।
এদিকে সদ্য বিদায়ী বছরে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। নতুন বছরেও তার তিনটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতরে ‘বরবাদ’ মুক্তির কথা। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার মোশন পোস্টার। আর ঈদুল আজহায় মুক্তি পাবে এই নায়কের ‘তাণ্ডব’। দুর্গাপূজায়ও তার একটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে।
সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত ‘জংলি’ গেল বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা ছিল। সেই সময়ে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়। তবে সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হয়নি। জানা গেছে, শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হবে।
২০২৩ সালে সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় আফরান নিশোর অভিষেক হয়। এরপর আর সিনেমায় দেখা মেলেনি তাকে। চলতি বছর ‘দাগী’ নামের সিনেমায় হাজির হবেন তিনি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। এতে নিশোর নায়িকা তমা মির্জা। আরও আছেন ন ডরাই অভিনেত্রী সুনেরাহ।
শবনম বুবলী অভিনীত আরেকটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। গান ছাড়া এর বাকি কাজ শেষ হয়েছে। পিনিক নামের সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। আদর-বুবলী এর আগে আরও দুটি সিনেমাতে অভিনয় করেছেন।
আরিফিন শুভ অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। দুটি সিনেমার সেন্সর ছাড়পত্রও হয়ে আছে। এগুলো হচ্ছে - নূর, নীল চক্র ও ঠিকানা। জানা গেছে, এ বছরের মধ্যে সিনেমা তিনটি মুক্তি দিতে পেতে পারে।
আলোচিত পরাণ সিনেমায় অভিনয় দিয়ে আলোচনায় আসেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এরপর দামাম সিনেমায় জুটি বাঁধেন তারা। এ বছর এই দুই তারকাকে দানব নামে একটি সিনেমায় দেখা যেতে পারে। শিগগিরই অনন্য মামুন পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এর বাইরে শরীফুল রাজ অভিনীত কবি বছরের যেকোনো সময় মুক্তি পাবে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটিতে রাজের নায়িকা ইধিকা পাল। অন্যদিকে মিম অভিনীত এবং ওয়াহিদ তারেক পরিচালিত দিগন্তে ফুলের আগুন সিনেমাটিও এ বছর মুক্তির কথা রয়েছে।
ছোট পর্দার অভিনেত্রী আজমেরী হক বাঁধন ২০২৩ সালের শেষ দিকে এশা মার্ডার নামে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেন বাঁধন। এ বছর সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুতিও নিচ্ছেন এর পরিচালক-প্রযোজকরা।
তুমুল আলোচিত হাওয়া সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন লাক্স তারকা নাজিফা তুষি। এরপর নতুন কোনো চলচ্চিত্রে আর তাকে পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, গেল বছর একটি ছবির কাজ শেষ করেছেন, যা এ বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটির পরিচালনায় আছেন মেজবাউর রহমান সুমন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
এনএটি/এসআইএস