ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

আ. লীগের দুঃশাসন নিয়ে সিনেমা বানিয়ে হুমকির মুখে তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
আ. লীগের দুঃশাসন নিয়ে সিনেমা বানিয়ে হুমকির মুখে তিশা!

‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি সিনেমা মুক্তির পর প্রযোজক হিসেবে হুমকি পেয়েছিলেন। সেই সঙ্গে তার ফোন নম্বরটাও ছড়িয়ে দেওয়া হয়েছিল।

’-এমনটাই জানিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

গেল বছরের ডিসেম্বরের ১৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৮৪০’। সিনেমাটি প্রযোজনা করেছেন এই অভিনেত্রী। এটি এবার সিনেমা হলের চলার পাশাপাশি টেলিভিশনের পর্দায় আসছে ‘৮৪০’।

এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) এক সম্মেলনে মুখোমুখি হন নুসরাত ইমরোজ তিশা। আর সে আয়োজনেই সাংবাদিকদের প্রশ্নের পর অভিনেত্রী জানান, দুঃশাসনের চিত্র নিয়ে তৈরি এই সিনেমা প্রচারের পর বিভিন্ন জায়গা থেকে হুমকি পেয়েছেন।

টেলিভিশনে দর্শকরা ৮ পর্বের বর্ধিত সিরিজ হিসেবে দেখবে ‘৮৪০’। আগামী ৩ জানুয়ারি দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে দেখানো হবে রাজনীতিভিত্তিক এই স্যাটায়ার।

৩ জানুয়ারি থেকে চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে একযোগে ধারাবাহিকভাবে এই সিরিজটি সম্প্রচার হবে, শেষ হবে ১০ জানুয়ারি। এর মধ্যে চ্যানেল আইয়ে দেখানো হবে রাত ৮টা ২০ মিনিটে ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১২টা ৫ মিনিটে। আরটিভিতে রাত ৮টায় ও পুনঃপ্রচার হবে পরদিন সকাল ৮টায়। আর দীপ্ত টিভি অনএয়ার করবে রোজ রাত সাড়ে ১০টায় ও পুনঃপ্রচার হবে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে।  

সিনেমা তথা সিরিজটির সহ-প্রযোজক ফরিদুর রেজা সাগর। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা ছিলেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনায় পূজাঞ্জলি চৌধুরী ও মেকআপে ছিলেন খাইরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।