ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসিফের ফ্যান পেজ ভেরিফায়েড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
আসিফের ফ্যান পেজ ভেরিফায়েড আসিফ আকবর/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেসবুকে ভেরিফায়েড হলো আসিফ আকবরের ফ্যান পেজ। ফেসবুক কর্তৃপক্ষ তার পেজটি (https://www.facebook.com/asif.akbar.bd) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে।

৫ ফেব্রুয়ারি দুপুরে বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

এটা যে আসিফের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে তার নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখে। ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৭৬৮। ফ্যান পেজটি আসিফ নিজে এবং অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পরিচালনা করেন।

আসিফ বলেন, ‘আমার ফ্যান পেজ ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হয়েছে। এখন থেকে কারও কানে কানে গিয়ে বলতে হবে না এটা আসল না নকল। এই ফ্যান পেজের বেড়ে ওঠার কৃতিত্ব একান্তই ভক্তদের। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমার প্রয়োজনীয় কিংবা আপনাদের অপ্রয়োজনীয় সব তথ্যই এখানে নিয়মিত আপলোড করা হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।