ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইউটিউবে নায়লার চ্যানেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ইউটিউবে নায়লার চ্যানেল নায়লা নাঈম

দন্ত চিকিৎসক থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন নায়লা নাঈম। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকে তার অনুসারী কম নয়।

এবার ইউটিউবে নিজের চ্যানেল চালু করলেন তিনি। এখন থেকে তার সব পরিবেশনার ভিডিও দেখা যাবে এখানে।

৪ ফেব্রুয়ারি নতুন একটি ভিডিও উন্মুক্ত করেছেন নায়লা। এতে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক জ্যাং এবং বিগ স্পেডের ‘সিটি ওভার নাইট’ শিরোনামের একটি গান। আসিফ ইফতেজা ও সোহানের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শাহান আহমেদ। নায়লার নতুন ভিডিওর নিদের্শনা দিয়েছেন ফারসিদ তালুকদার।

গানটি নিয়ে নায়লা নাঈম বাংলানিউজকে বলেন, ‘সেট বানিয়ে আলো ও কাচের সমন্বয় ঘটিয়ে ভিডিওটি তৈরি হয়েছে। প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। ১২ ঘণ্টায় ২৫ হাজার বার দেখা হয়েছে এটি। ’

* ‘সিটি ওভার নাইট’ গানে নায়লা নাঈমের নতুন ভিডিও :


বাংলাদেশ সময় : ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।