ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাজিদ মাজিদির সঙ্গে এআর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মাজিদ মাজিদির সঙ্গে এআর রহমান

‘চিলড্রেন অব হ্যাভেন’ (১৯৯৭), ‘দ্য কালার অব প্যারাডাইস’ (১৯৯৯) এবং ‘বারান’ (২০০১)- মাজিদ মাজিদিকে চিনতে এ তিনটি ছবিই যথেষ্ট। ইরানি এই চলচ্চিত্রকারের সঙ্গে এবার হাত মিলিয়েছেন এআর রহমান।



মাজিদির পরবর্তী ছবি ‘মুহাম্মদ’-এর সংগীত পরিচালনা করবেন রহমান। তিনি কাজ করবেন ফিলিস্তিনের তিন ভাইয়ের গানের দল লা ট্রায়ো জুব্রানের সঙ্গে। ফেসবুকে কথাটি জানান অস্কারজয়ী এই ৪৮ বছর বয়সী সুরস্রষ্টা।   এখন তিনি ওই ব্যান্ডের সদস্যদের সঙ্গে প্যারিসে।

লা ট্রায়ো জারবার্নের তিন সদস্য উইসাম জারবার্ন, সমীর জারবার্ন ও আদনান জারবার্ন।

এ ছবির পাশাপাশি ফুটবল কিংবদন্তি পেলের জীবনী নিয়ে নির্মাণাধীন ছবির সংগীত পরিচালনা করছেন রহমান। তিনি এর আগে চীনের ‘ওয়ারিয়রস অব হ্যাভেন অ্যান্ড আর্থ’, অস্কারজয়ী ছবি ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ও ব্রিটিশ-আমেরিকান ছবি ‘১২৭ আওয়ার্স’-এও সংগীত পরিচালনা করেন।

বাংলাদেশ সময় : ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।