ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রস্তুতিতেই ফতুর অজয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
প্রস্তুতিতেই ফতুর অজয়! অজয় দেবগণ

‘শিবায়’ নামের একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছিলেন অজয় দেবগণ। এটা তার স্বপ্নের ছবি।

তাই মনপ্রাণ উজাড় করে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দৃশ্যধারণ শুরুর আগে শুধু পরিকল্পনা করতে করতেই তার পকেট থেকে বেরিয়ে গেছে আট কোটি রুপি! অথচ এ টাকায় একটি ছবিই বানানো যায়।

জানা গেছে, কিছুদিন আগে কানাডায় দৃশ্যধারণ করতে গিয়েছিলেন অজয়। কিন্তু মনের মতো বরফ পড়েনি বলে তা বাতিল করে ভারতে ফিরে আসেন ৪৭ বছর বয়সী এই তারকা! দৃশ্যধারণের স্থান নির্বাচন করতে গিয়েও অনেক টাকা খরচ করেছেন।

শোনা যাচ্ছে, বিপুল অর্থ খরচ হয়ে যাওয়ায় ছবিটি নির্মাণের পরিকল্পনা আপাতত বাক্সবন্দি করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন অজয়।

বাংলাদেশ সময় : ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।