ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একই দিনে বড়পর্দায়-ছোটপর্দায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
একই দিনে বড়পর্দায়-ছোটপর্দায়

প্রত্যাশিত তারিখ ৬ ফেব্রুয়ারি। এদিন দেশজুড়ে ছড়িয়ে পড়বে ‘জিরো ডিগ্রি’।

মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনয় করেছেন এতে। তাদেরকে বড়পর্দায় তো দেখা যাবেই। ছবি মুক্তির সন্ধ্যায় একসঙ্গে ছোটপর্দায়ও হাজির হবেন তারা।

বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠানে পাশাপাশি বসবেন তারা। কথা হবে শুধুই ‘জিরো ডিগ্রি’ কেন্দ্রিক। বলবেন ছবিটির বিভিন্ন দিক নিয়ে। আড্ডায় স্থান পাবে দৃশ্যধারণের দিনগুলোর কথা, ছবি নিয়ে প্রত্যাশা-সম্ভাবনার প্রসঙ্গ।

‘আমার আমি’র এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে ৬ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে। উপস্থাপনা রুমানা মালিক মুনমুন। প্রযোজনায় সাজ্জাদ হুসাইন।

বাংলাদেশ সময় : ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।