ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাগদানের পর আরিফিন শুভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
বাগদানের পর আরিফিন শুভ অর্পিতা ও আরিফিন শুভ

ওপরের ছবিতে আরিফিন শুভর সঙ্গে অর্পিতা। জনপ্রিয় এই অভিনেতার জীবনসঙ্গী হতে যাচ্ছেন ওপার বাংলার এই মেয়েটি।

৪ ফেব্রুয়ারি কলকাতায় ঘরোয়া পরিসরে তাদের বাগদান হয়েছে। এরপরই একফ্রেমে বন্দি হন দু’জনে।

কলকাতা থেকে বাংলানিউজকে ছবিটি পাঠিয়েছেন শুভ। তিনি বলেন, ‘বিয়ের খবরটা এখন তো সবাই জানে। ভক্ত, দর্শক ও পাঠকদের কাছে আমার নতুন জীবনের জন্য দোয়া কামনা করছি।

জানা গেছে, হবু কনেকে নিয়ে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শুভ। পরদিনই পারিবারিকভাবে বিয়ের বন্ধনে জড়াবেন তারা।

কলকাতায় বেড়ে ওঠা অর্পিতা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করছেন। শুভ ঢাকা ফিরেই প্রাণ আপের নতুন বিজ্ঞাপনের বাকি কাজ এবং আশিকুর রহমান ও মনতাজুর রহমান আকবরের পরিচালনায় পৃথক দুটি ছবির কাজ শুরু করবেন। তার অভিনীত ‘ওয়ার্নিং’ (মাহি) এবং ‘ছুঁয়ে দিলে মন’ (মম) ছবি দুটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।