ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলেকে স্কুল থেকে আনছেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ছেলেকে স্কুল থেকে আনছেন আমির

‘পিকে’র রেকর্ডগড়া ব্যবসায়িক সাফল্যের পর কাজ থেকে বিরতি নিয়েছেন আমির খান। আপাতত পরিবারকে সময় দিচ্ছেন তিনি।

এখন মন দিয়ে বাবা হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন বলিউডের এই সুপারস্টার।

জানা গেছে, ছোট ছেলে আজাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন আমির। তাকে রোজ স্কুলে দিয়ে আসছেন, আবার নিয়েও আসছেন। স্কুলে যাওয়ার পর আজাদের সহপাঠীদের মায়েরা আমিরের কাছে এসে ‘পিকে’ ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, ছেলের স্কুল ছুটি হওয়ার জন্য আমির অপেক্ষায় থাকলে তার কাছে অন্য শিশুদের মা তাকে ঘিরে ধরেন, কথা বলেন ‘পিকে’ নিয়ে। মায়েদের কাছে এটাই এখন পর্যন্ত আমিরের সেরা কাজ। তার সব ছবিতেই ইতিবাচক বক্তব্য থাকে বলে ‘পিকে’ নিজেদের সন্তানকে দেখিয়েছেন তারা। অভিভাবকদের প্রশংসায় আমিরও অভিভূত।

বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।