ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হিংস্র আনুশকাকে দেখুন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
হিংস্র আনুশকাকে দেখুন!

মাঝরাতে লোহার হাতিয়ার নিয়ে পথে হাঁটছেন আনুশকা শর্মা। এক কোণে ওত পেতে বসে আছেন তিনি।

একসময় মোটরসাইকেল চালিয়ে আসা একজনের মাথায় আঘাত করে বসলেন তিনি। এটা বাস্তব নয়, তার নতুন ছবির ‘এনএইচ টেন’-এর ট্রেলারে এমন দৃশ্য দেখা গেছে।

অভিনয়ের পাশাপাশি এ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন আনুশকা। ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘কাজটা বেশ উপভোগ করেছি। ছবিটির দৃশ্যধারণ চলাকালে অন্য কোনো কাজে মন দিতে পারিনি। আমার অভিনীত চরিত্রে চুম্বন, হিংস্র এবং প্রতিশোধপরায়ণ- এমন কিছু বাঁক রয়েছে।  

নভদ্বীপ সিং পরিচালিত ‘এনএইচ টেন’ মানে হলো ন্যাশনাল হাইওয়ে ১০। দিল্লিতে শুরু হয়ে এই পথ শেষ হয়েছে পাঞ্জাবে। এর গল্পে দেখা যায়, এক দম্পতি বেরিয়েছে মহাসড়কে। কিন্তু রাস্তায় একদল সন্ত্রাসীর সঙ্গে সাক্ষাতের পর ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন তারা। এতে আনুশকার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন নীল ভূপালাম। এ ছাড়াও আছেন দর্শন কুমার। ছবিটি মুক্তি পাবে ৬ মার্চ।  

‘পিকে’র সাফল্য উদ্যাপনের পরপরই ‘এনএইচ টেন’ ছবির ট্রেলার নিয়ে এলেন আনুশকা। আশা করা হচ্ছে, এটাও সাড়া ফেলবে।

* ‘এনএইচ টেন’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।