ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার হাবিবের সুরে মেহরিন

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
আবার হাবিবের সুরে মেহরিন মেহরিন ও হাবিব

সাত বছর পর আবার হাবিবের সুর ও সংগীতে গাইলেন হাবিব ও মেহরিন। নতুন গানটির কথা লিখেছেন সাকী আহমেদ।

সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। মেহরিনের জন্য আবারো নতুন একটি গান করেছেন তিনি।

২০০৮ সালে প্রকাশিত মেহরিনের সর্বশেষ একক অ্যালবাম ‘তুমি আছো বলে’র দুটি গান তৈরি করেন হাবিব ওয়াহিদ।

নতুন গানটির মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা জানিয়ে মেহরিন বাংলানিউজকে বলেন, ‘এটি নির্দেশনা দেবেন সামির। ভিডিওটি আমার ওয়েবসাইটে প্রকাশের পরিকল্পনা করেছি। ’

হাবিব বলেন, ‘কয়েক মাস আগে মেহরিনের জন্য আবার একটি গান করেছি। আগের দুটির মতো নতুন গানও শ্রোতাদের পছন্দ হবে আশা করছি। ’

এদিকে মেহরিন প্রায় দেড় বছর পর ভালোবাাসা দিবসে সরাসরি গান গেয়ে শোনাবেন। ১৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ইন্দিরা গান্দী সাংস্কৃতিক কেন্দ্রে সন্ধ্যা ৬টায় শুরু হবে তার ব্যান্ড আনাড়ির পরিবেশনা। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে প্রায় ২০টি গান পরিবেশন করবেন তিনি।

* হাবিবের সুর-সংগীতে মেহরিনের ‘তুমি আছো বলে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।