ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আলিয়ার প্রথম গাড়ি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
আলিয়ার প্রথম গাড়ি আলিয়া ভাট

এতোদিন বাবা মহেশ ভাটের দেওয়া গাড়িতে চড়েছেন। এবার নিজের টাকায় গাড়ি কিনেছেন আলিয়া ভাট।

কিনেই ইনস্টাগ্রামে গাড়িটির ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে লিখে দিয়েছেন, ‘আমার নতুন গাড়ি, ওহো অডি। ’

২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আলিয়ার। এরপর ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন তিনি। গত বছর তার ‘হাইওয়ে’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘টু স্টেটস’ ছবি তিনটি ব্যবসাসফল হয়েছে। এর মধ্যে ‘হাইওয়ে’ ছবির জন্য এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সমালোচকদের পছন্দে সেরা অভিনেত্রী হয়েছেন ২১ বছর বয়সী এই তারকা।

বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।