ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তিন শিল্পীর ‘ত্রয়ী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
তিন শিল্পীর ‘ত্রয়ী’ হৈমন্তী শুকা, প্রিয়াংকা গোপ ও সুমনা বর্দ্ধন

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে আসছে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী শুকা, প্রিয়াংকা গোপ ও সুমনা বর্দ্ধনের অ্যালবাম ‘ত্রয়ী’। লেজার ভিশনের ব্যানারে আসা এ অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের বাসু দেব।


অ্যালবামে মোট গান রয়েছে ৯টি।

গানগুলো রচনা করেছেন সকাল, মাহমুদ আকাশ, ভূঁইয়া শফিকুল ইসলাম, গোলাম মোর্শেদ, আফরোজা নিজামী, ডা. অমল কুমার বর্মণ, ওবায়দুল হক আকাশ, ও বাসু দেব ঘোষ।

অ্যালবাম প্রসঙ্গে বাসু দেব ঘোষ বাংলানিউজকে বলেন, ‘অ্যালবামে শুদ্ধ আধুনিক গান থাকছে। যেটা আমরা হারাতে বসছি। অনেক দিন পর মনের মতো একটি অ্যালবাম করতে পেরেছি। এজন্য অ্যালবাম-সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ’

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।