ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিবের নেতৃত্বে শপথ নিলেন শিল্পীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শাকিবের নেতৃত্বে শপথ নিলেন শিল্পীরা (বাঁ থেকে) শাকিব খান, মৌসুমী, ওমর সানি ও অমিত হাসান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে শপথ নিলেন শাকিব খান। ৭ ফেব্রুয়ারি এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এবারের নির্বাচনে জয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।



এখানে পুনরায় নির্বাচিত সভাপতি শাকিব খানের পাশাপাশি শপথ নেন নতুন সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনিবাহী সদস্য মৌসুমী, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ডন প্রমুখ।

শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দায়িত্ব গ্রহণ করেন। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন শাকিব।

দ্বিতীয়বার শিল্পী সমিতির সভাপতি পদে শপথ নিয়ে শাকিব বাংলানিউজকে বলেন, ‘শিল্পীরা আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেছেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। শিগগিরই একটি বনভোজন করার পরিকল্পনা আছে আমাদের। নবীন-প্রবীণদের নিয়ে শিল্পীদের কল্যাণে ভালো কিছু কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা আশা করছি। ’

দ্বিতীয়বারের মতো নির্বাচিত সভাপতি শাকিব খানকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান মিজু আহমেদ। এরপর শাকিব খান নির্বাচিত সবাইকে একসঙ্গে শপথবাক্য পাঠ করান।

শাকিব খান, অমিত হাসান, ওমর সানি ছাড়াও শপথ গ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি নাদের খান, সাংগঠনিক সম্পাদক সুব্রত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শানু সিবা, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য আলীরাজ, ফরহাদ, জেসমিন, আমির সিরাজী, আমিরা, রাকিব খান সুশান্ত, ববি ও শহীদুল আলম সাচ্চু।

শপথ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সাবেক সাধারণ সম্পাদক মিশা সওদাগর, নির্বাচন কমিশনের প্রধান মিজু আহমেদ, সদস্য নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহীদুল হারুন এবং সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।

বাংলাদেশ সময় : ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।