ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তানভীর মোকাম্মেলের ‘সীমান্তরেখা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
তানভীর মোকাম্মেলের ‘সীমান্তরেখা’

সাতচল্লিশের দেশভাগ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। নাম ‘সীমান্তরেখা’।

কিনো-আই ফিল্মস প্রযোজিত দুই ঘণ্টা দৈর্ঘ্যরে এ প্রামাণ্যচিত্রে সাতচল্লিশের বাংলা ভাগের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্যগুলো তুলে ধরা হবে।

বাংলাদেশ ঢাকা, রাজশাহী, নাটোর, বগুড়া, বরিশাল, খুলনা, যশোর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এবং ভারতের কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ত্রিপুরার আগরতলা ও কৈলাশহর এবং আসামের করিমগঞ্জ, শিলচর ও ধুবড়ীতে ছবিটির প্রায় ৭০ ভাগ দৃশ্যায়ন হয়েছে।

জানা গেছে, ভারতে চিত্রায়নের বড় অংশ জুড়ে ছিলো রানাঘাটের কুপার্স, ধুবুলিয়া ও হাবড়া উদ্বাস্তু শিবির এবং উত্তরপাড়ার ভদ্রকালী ক্যাম্প। এ ছাড়া ছত্রিশগড়ের দন্ডকারণ্য উদ্বাস্তু শিবিরেও চিত্রায়ন হয়েছে যেখানে দেশভাগের পর পূর্ববঙ্গের অনেক উদ্বাস্তুকে পাঠানো হয়েছিল। জুনে সব কাজ শেষ হবে বলে জানান তানভীর মোকাম্মেল।

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।