ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মীরাক্কেলের ফাইনালে আবু হেনা রনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
মীরাক্কেলের ফাইনালে আবু হেনা রনি উপস্থাপক মীর আফসার আলির সঙ্গে আবু হেনা রনি

ভারতের জি বাংলা চ্যানেলের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ প্রতিযোগিতার অষ্টম মৌসুমের চূড়ান্ত পর্বে আমন্ত্রিত অতিথি হয়ে অংশ নিলেন আবু হেনা রনি। আজ রোববার রাত সাড়ে ৭টা থেকে পর্বটি প্রচার হবে।



ভারতের জি বাংলা চ্যানেলের ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ প্রতিযোগিতার ষষ্ঠ মৌসুমের বিজয়ী ছিলেন আবু হেনা রনি। পুরস্কার হিসেবে ট্রফি পেলেও ছিলো না কোনো গাড়ি। তবে এবার ছিলো, তাই নতুন গাড়িটির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে ভুল করেননি তিনি।

আবু হেনা রনি বাংলানিউজকে বলেন, ‘কয়েকদিন আগে মীরাক্কেলের ফাইনালে অংশ নিতে কলকাতায় গিয়েছিলাম। এই পর্বে আমার একটি পরিবেশনাও আছে। ’

জানা গেছে, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস ৮’ চ্যাম্পিয়ন হয়েছেন কাজু (ভারত)। এবারের আসরে ঢাকার ছেলে পরশ প্রথম রানারআপ হয়েছে। যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন কলকাতার অনিকেত ও ইমন সন্দীপ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।