ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গ্র্যামি-পূর্ব পার্টিতে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
গ্র্যামি-পূর্ব পার্টিতে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউড ঘুরে বেড়াচ্ছেন। ৫ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় গ্র্যামি-পূর্ব পার্টিতে দেখা গেছে তাকে।

গ্র্যামির এবারের আসর অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে লসঅ্যাঞ্জেলেসে হলিউডের পশ্চিমাঞ্চলে সোহো হাউসে আয়োজন করা হয় এই পার্টি।

গ্র্যামি-পূর্ব পার্টিতে পরার জন্য প্রিয়াঙ্কা বেছে নেন ব্লুমেরিনের বসন্তকালীন কালো রঙা পোশাক। সঙ্গে ছিলো কালো উঁচু হিলের জুতা। আর ঠোঁট রাঙিয়েছিলেন লাল লিপস্টিকে।

শুধু গ্র্যামিই নয়, হাতে বেশকিছু কাজ নিয়ে মার্কিন মুলুকে গেছেন প্রিয়াঙ্কা। গত বছর এবিসি টেলিভিশন স্টুডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এ ছাড়া বিখ্যাত ডিজে স্যাম স্পিজেলের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই তারকা। টুইটারে তিনি লিখেছেন, ‘দিন কাটছে স্টুডিওতে। অনেক মজা হচ্ছে। বরাবরই হয়! গান তৈরি করা জাদুর মতোই ব্যাপার। ’

এর আগে উইল.আই.অ্যাম এবং পিটবুলের মতো আন্তর্জাতিক তারকার সঙ্গে গান করেছেন প্রিয়াঙ্কা।

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।