ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অনন্ত শুরুতে ‘স্পাই’, পরে ‘সৈনিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
অনন্ত শুরুতে ‘স্পাই’, পরে ‘সৈনিক’ অনন্ত জলিল/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেতা-নির্মাতা অনন্ত জলিল নতুন দুটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এগুলোর নাম ‘দ্য স্পাই’ এবং ‘সৈনিক’।

দুটিতেই নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

জানা গেছে, মার্চের মাঝামাঝি শুরু হবে ‘দ্য স্পাই’ ছবির চিত্রায়ন। এতে অনন্তর সহশিল্পী তারই সহধর্মিণী বর্ষা। গোয়েন্দাভিত্তিক গল্প নিয়ে তৈরি হবে এটি। অন্যদিকে ‘সৈনিক’ ছবিতে তুলে ধরা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার কাহিনী। দুটি ছবির চিত্রনাট্য তৈরি করছেন ছটকু আহমেদ।  

এ প্রসঙ্গে অনন্ত বাংলানিউজকে বলেন, ‘নতুন বছরে নতুন নতুন চমক দিতে চাই দর্শককে। আমার বিশ্বাস, এ দুটি ছবিতে আমাকে নতুন রূপে পাবেন সবাই। ’

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।