ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সানি লিওনের গায়ে ঢালা হলো ১০০ লিটার দুধ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
সানি লিওনের গায়ে ঢালা হলো ১০০ লিটার দুধ সানি লিওন

ভারতের রাজস্থান। কনকনে শীত।

চলছে ‘এক পাহেলি লীলা’ ছবির দৃশ্যধারণ। চিত্রনাট্য অনুযায়ী সানি লিওনের গায়ে ঢালা হবে ১০০ লিটার দুধ। কিন্তু কয়েক লিটার ঢালার পরেই কনকনে ঠান্ডার কারণে সমস্যা দেখা দেয়। তাই গরম জলে দুধ মিশিয়ে চলতে থাকে কাজ।

 

ছবিটিতে সানি লিওনকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। এর মধ্যে দেবী রূপে পর্দায় এলে তাকে স্নান করানো হয় দুধসাগরে। অ্যালার্জি সমস্যা থাকলেও কাজ বন্ধ করেননি ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু পরে দুধস্নানের কারণে সর্দি-কাশি লেগে গেছে তার।  

এদিকে ‘এক পাহেলি লীলা’র ট্রেলার ইউটিউবে সাড়া ফেলেছে। চার দিন না পেরোতেই ৩৬ লাখ ১০ হাজার বারেরও বেশি দেখা হয়েছে এটি। ছবিটি মুক্তি পাবে আগামী ১০ এপ্রিল।  

 

* ‘এক পাহেলি লীলা’র ট্রেলার : 

 

বাংলাদেশ সময় : ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।