ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিরকুটের রহস্য উন্মোচনে নিশো-শায়না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
চিরকুটের রহস্য উন্মোচনে নিশো-শায়না ‘নীল চিরকুটে এবং তুমি’ টেলিছবিতে শায়না ও আফরান নিশো

শায়নার দরজার সামনে কে যেন এসে একটি নীল চিরকুট রেখে চলে যায়। এই সমস্যার সমাধানের জন্য ঘনিষ্ঠ বন্ধু নিশোর সাহায্য চান তিনি।

কারণ তার ধারণা নিশো ভালো পরামর্শ দিতে পারবেন। নিশোর কথামতো কাজও হয়ে যায়। সন্দেহের তালিকায় একজনকে খুঁজে বের করে শায়না। ছেলেটি কে?

 

গল্পটা ‘নীল চিরকুটে এবং তুমি’ টেলিছবির। লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। নিশো ও শায়নার পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন টয়া, শিশির, সামিরা ও আদি। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এটি।

 

এতে অভিনয় প্রসঙ্গে নিশো বলেন, ‘শায়না ভালো অভিনয় করে। আমার বিশ্বাস, টেলিছবিটি দর্শকের ভালো লাগবে। ’ শায়না বলেছেন, ‘নিশো ভাই ভালো অভিনেতা ও ভালো মানুষ। আমাদের নতুন টেলিছবিটি নিয়ে আমি অনেক আশাবাদী। ’

 

বাংলাদেশ সময় : ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।