ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেডিও ভূমিতে সরাসরি বিশ্বকাপ ক্রিকেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রেডিও ভূমিতে সরাসরি বিশ্বকাপ ক্রিকেট

২০১৩ সাল থেকে ক্রিকেট বা ফুটবল, হোম সিরিজ কিংবা আন্তর্জাতিক, বিভিন্ন টুর্নামেন্টের বাংলা ধারাবিবরণী সম্প্রচার করে আসছে রেডিও ভূমি ৯২.৮ এফএম। এবার আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চলতি ধারাবিবরণী বাংলায় সরাসরি সম্প্রচার করবে রেডিওটি।

এ ক্ষেত্রে থাকবে ভিন্ন কিছু মাত্রা।

 

এ উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দুপুরে চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এখানে আমন্ত্রিতদের পাশাপাশি থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকার এবং প্রবীণ ক্রিকেটাররা।

 

বাংলাদেশ সময় : ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।