ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভারতীয় বিয়েতে গাইতে আসছেন লোপেজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
ভারতীয় বিয়েতে গাইতে আসছেন লোপেজ জেনিফার লোপেজ

গত বছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানী নিয়ে বনিবনা না হওয়ায় আসবেন বলেও মুখ ফিরিয়ে নিয়েছিলেন জেনিফার লোপেজ। আবার তার ভারত সফরের গুঞ্জন উঠেছে।

৪৫ বছর বয়সী এই মার্কিন গায়িকা-অভিনেত্রী এবার নাকি এক শিল্পপতির বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসছেন! 

 

জানা গেছে, শিল্পপতি সঞ্জয় হিন্দুজা বিয়ে করবেন ডিজাইনার অনু মাহতানিকে। রাজস্থানের উদয়পুরে আয়োজিত এই বিয়ের সংগীতানুষ্ঠানে নাচ-গানে জমজমাট পরিবেশনায় অতিথিদের মাতাবেন লোপেজ।  

 

ভারতীয় শিল্পপতিদের পারিবারিক অনুষ্ঠানে সাধারণত বলিউড তারকারাই নেচেগেয়ে থাকেন৷ সঞ্জয় হিন্দুজা অতীতের সব নজির ছাপিয়ে মার্কিন মুলুক থেকে নিয়ে আসছেন জেলোকে! থাকবেন বলিউডের একঝাঁক তারকাও৷ অক্ষয় কুমারও অংশ নেবেন পরিবেশনায়৷ ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সঞ্জয়-অনুর বিয়ের অনুষ্ঠান৷ 

 

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।