ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রিয়াজ-মমর ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
রিয়াজ-মমর ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ নাটকের দৃশ্যে রিয়াজ ও মম

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনী ও চিত্রনাট্যে এবং তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে রিয়াজ ও মম প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর ছোটপর্দায় সকাল আহমেদের ‘দ্বিধা’ নাটকে তাদেরকে একসঙ্গে দেখা যায়।

দীর্ঘদিন পর এবারের ভালোবাসা দিবসে আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন তারা।

নাম ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’। এর রচনা ও পরিচালনা করেছেন আলভী আহমেদ। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।

মম বাংলানিউজকে বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে বেশ ভালো লাগে। আর এ নাটকের কাহিনী এক কথায় বলতে গেলে প্রেম ও জটিলতা নিয়ে গল্প। এর বাইরে রিয়াজ ভাইয়ের সঙ্গে সকাল আহমেদের আরো দুটি কাজ করতে চট্রগ্রাম এসেছি। আশা করছি, দর্শকদের কাজগুলো বেশ পছন্দ হবে। ’

এবারের ভালোবাসা দিবসে যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ নাটকটি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।