ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রমীলা সুপারহিরোদের পরিচালক জোলি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
প্রমীলা সুপারহিরোদের পরিচালক জোলি! অ্যাঞ্জেলিনা জোলি

‘ইন দ্য ল্যান্ড অব দ্য ব্লাড অ্যান্ড হানি’ পরিচালনা করে সুনাম কুড়িয়েছেন, ‘আনব্রোকেন’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অ্যাঞ্জেলিনা জোলির চাহিদা কয়েক গুণ বেড়েছে। তাই মার্ভেল সুপারহিরোদের নিয়ে ছবি তৈরির প্রস্তাব পেয়েছেন মার্কিন এই তারকা।

এজন্য তাকে দেওয়া হবে ২ কোটি ডলার।

জানা গেছে, ছবিটির সব সুপারহিরোই প্রমীলা। এজন্যই পরিচালক হিসেবে জোলিকে নেওয়ার সিদ্ধান্ত নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স কর্তৃপক্ষের। মজার ব্যাপার হলো, কিছুদিন আগে সনির সাইবার হ্যাকের পর জানা যায় প্রতিষ্ঠানটির সহ-চেয়ারপার্সন এমি প্যাস্ক্যাল এবং প্রযোজক স্কট রুডিনের মতে, জোলির মধ্যে খুব বেশি প্রতিভা নেই! অথচ তারাই এখন জোলিকে নিতে চান!

‘ক্যাপ্টেন মার্ভেল’ নামের ছবিটি মুক্তি পাবে ২০১৮ সালে। তার আগে ‘বাই দ্য সী’ নামের আরেকটি ছবি পরিচালনা করছেন জোলি। এতে তার পাশাপাশি অভিনয় করছেন ব্র্যাড পিট।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।