ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসার ‘পাঁচফোড়ন’ এবং ফেরদৌস-তারিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ভালোবাসার ‘পাঁচফোড়ন’ এবং ফেরদৌস-তারিন ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে ফেরদৌস ও তারিন

ভালোবাসা দিবসের ‘পাঁচফোড়ন’ উপস্থাপনা করলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী তারিন। তাদেরকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়।

অভিনয়ের মাধ্যমে এই তারকা জুটি সঞ্চালকের ভূমিকা পালনের পাশাপাশি অংশ নিয়েছেন একটি ভালোবাসার গানের চিত্রায়নে।  

এবারের ‘পাঁচফোড়ন’ অনুষ্ঠানে গান রয়েছে আরও দুটি। একটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এর সঙ্গীতায়োজন করেছেন মাহমুদ সানী, কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। নিজের সুর করা একটি গান গেয়েছেন সংগীতশিল্পী শামস্। এটি লিখেছেন কাওনাইন সৌরভ, সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে মডেল হয়েছেন নৃত্যশিল্পী-অভিনেত্রী ইভানা।

এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে সদ্য বিবাহিত এক সুখী দম্পতির মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকে থাকছে বিভিন্ন আইটেম। রয়েছে ভালোবাসার বিষয়ক মজার মজার নাট্যাংশ।

বরাবরের মতো এটি নির্মাণ করেছে হানিফ সংকেতের প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৫০ মিনিটে।

বাংলাদেশ সময় : ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।