ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনমের বাড়ি থেকে হীরার হার চুরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
সোনমের বাড়ি থেকে হীরার হার চুরি সোনম কাপুর

সোনম কাপুরের বাড়ি থেকে একটি হীরার হার চুরি হয়েছে। এ কারণে তিনি ও তার মা সুনিতা কাপুর গত ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ের জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


 
জানা গেছে, একটি বিজ্ঞাপনের জন্য সোনমকে ছয় বাক্স গয়না দেওয়া হয়েছিল। গত ৪ ফেব্রুয়ারি বান্দ্রায় এক বন্ধুর পার্টিতে অন্যান্য গয়নার পাশাপাশি পাঁচ লাখ রুপি মূল্যের হারটি পরেছিলেন তিনি। সেদিন রাত ২টায় ঘরে ফিরে সেটা নিজের ঘরের ড্রয়ারে রেখেছিলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পরদিন সকালে গহনাপ্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি যান তার বাড়িতে। কিন্তু ড্রয়ার খুলে তিনি দেখেন হার নেই!

জুহু থানার পুলিশরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোনম যে পার্টিতে গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।