ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এয়ারটেলের ‘মাংকি বিজনেস’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
এয়ারটেলের ‘মাংকি বিজনেস’

দুলাল সাহেব একজন ব্যবসায়ী। তার দুই ছেলে নাফি ও রাফির নানা কান্ড ঘটিয়ে চলে।

এগুলোকে ঘিরে তৈরি হয়েছে এয়ারটেলের নতুন টেলিছবি ‘মাংকি বিজনেস’। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন রাহাত রহমান। ১১ ফেব্রুয়ারি বিকেলে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এর বিশেষ প্রদর্শনী হয়।  

 

এনটিভিতে ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিছবিটি। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, ইরেশ যাকের, সাবিলা নূর, শবনম ফারিয়া, তামিম মৃধা, আপন, নিবেদিতা প্রমুখ।  

এদিকে ‘মাংকি বিজনেস’ নিয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার রাত ১১টায় রেডিও স্বাধীনে থাকছে ‘উরাধুরা ভালোবাসা’। সেখানে কথা বলতে হাজির হবেন পরিচালক রাহাত এবং অভিনেতা তামিম মৃধা। কায়নাত খানের প্রযোজনায় এ অনুষ্ঠানে আরজে হিসেবে থাকছেন কাজরিয়া।  


বিনোদন ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় যোগাযোগ এই ই-মেইলে : binodon.banglanews@gmail.com


বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।