ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

উদীচীর ‘বউ বসন্তি’ শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
উদীচীর ‘বউ বসন্তি’ শুক্রবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় নাটক বিভাগের উদ্যোগে শুক্রবার শিল্পকলায় পরিবেশিত হবে নাটক ‘বউ বসন্তি’।

নাটকটি রচনা করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বিশিষ্ট নাট্যকার অধ্যাপক রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।



বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উদীচীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হবে নাটকটির ৪৫তম পরিবেশনা। নাটক শুরুর আগে বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল হলের টিকিট কাউন্টারে পাওয়া যাবে টিকিট।

১৯৭১ সালের প্রেক্ষাপটে কোনো এক গ্রামীণ জনপদের জীবন বৈচিত্র্য প্রকাশ পেয়েছে ‘বউ বসন্তি’ নাটকে।

বিনোদন ও সংস্কৃতি বিষয়ক যাবতীয় যোগাযোগ এই ই-মেইলে : binodon.banglanews@gmail.com

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।