ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্ষেপেছেন আমির খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ক্ষেপেছেন আমির খান আমির খান

বিতর্কিত কমেডি শো ‘এআইবি রোস্ট’-এর দুটি ভিডিও দেখেছেন আমির খান। আর তাতেই রেগে আগুন হয়ে গেছেন তিনি।

এটা ভাঁড়ামোর নামে দর্শকদের জন্য মানসিক আঘাত বলে মন্তব্য করেছেন বলিউডের এই সুপারস্টার।  

 

আমির মনে করেন, এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে জড়িতদেরকে ফল ভোগের জন্য প্রস্তুত থাকা উচিত। এর তীব্র বিরোধিতা করে ‘পিকে’ তারকা বলেন, ‘এটা মোটেও মজা নয়। ব্যক্তিগতভাবে এই ধরনের অনুষ্ঠান আমার পছন্দ নয়। কারও প্রতি বাজে কথা বলা এবং ত্বকের রং ও যৌনতা নিয়ে মজা করা উচিত নয়। এসব অনুষ্ঠান একধরনের হিংস্রতা। ’

 

সৃষ্টিশীল ও সুস্থ রুচির অভিনেতা ও প্রযোজক হিসেবে আমিরের সুনাম আছে। গত ৯ ফেব্রæয়ারি মুম্বাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘হিংসা শুধু শারীরিক নয়, মানসিকও হতে পারে। কেউ কাউকে অপমান করা মানে হিংসা প্রদর্শন। প্রতিটি সৃষ্টিশীল মানুষের দায়িত্ববোধ থাকা উচিত এবং সে দায়িত্ব কাঁধেও নেওয়া উচিত। ’

 

সম্প্রতি এই অনুষ্ঠানে কুরুচিকর অঙ্গভঙ্গি করা এবং কথাবার্তা বলায় বলিউড নির্মাতা করণ জোহর এবং অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিংয়ের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা করণ ও অর্জুন বলার পর আমির প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তারা দু’জনই ৪৯ বছর বয়সী এই অভিনেতার ঘনিষ্ঠজন। এ অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে তাদেরকে ধমকেছেন আমির।  

 

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।