ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনিফার লোপেজ এখন ভারতে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
জেনিফার লোপেজ এখন ভারতে জেনিফার লোপেজ

রাজস্থানের উদয়পুরে এলেন জেনিফার লোপেজ। ভারতীয় শিল্পপতি সঞ্জয় হিন্দুজার বিয়েতে অংশ নিতে ১২ ফেব্রুয়ারি সকালে ভারতে এসে পৌঁছান তিনি।

এদিন রাতেই ডিজাইনার অনু মাহতানির সঙ্গে হিন্দুজার বিয়ে হবে। এখানে অতিথিদের গানে গানে মাতাবেন মার্কিন এই গায়িকা।  

 

বিয়েতে লোপেজের পাশাপাশি আরেক তারকা অতিথি অক্ষয় কুমার। তিনিও নাচবেন বলে জানা গেছে।  

 

১০ ফেব্রুয়ারি থেকেই সঞ্জয় হিন্দুজার বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন শুরু হয়েছে। সেদিন গান গেয়েছেন পুসিক্যাট ডলস ব্যান্ডের গায়িকা নিকোল শেরজিঙ্গার। এ ছাড়া নেচেছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও রণবীর সিং।  

বিয়েতে আমন্ত্রিত তারকার তালিকায় আছেন প্রীতি জিনতা, সোফি চৌধুরী, রেশমি নিগাম, অভিনেতা সঞ্জয় কাপুরের সহধর্মিণী মাহীপ ও ডিজাইনার মনীষ মালহোত্রা। প্রত্যেকেই লোপেজের পরিবেশনা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।  


* ভারতীয় বিয়েতে গাইতে আসছেন লোপেজ


বাংলাদেশ সময় : ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।