ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডের ছবিতে শেন ওয়ার্ন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
বলিউডের ছবিতে শেন ওয়ার্ন শেন ওয়ার্ন

বলিউডের ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেন শেন ওয়ার্ন। প্রাথমিকভাবে তিনি কাজ করবেন বলে কথাও নাকি দিয়েছেন।

চলতি বছরের শেষ নাগাদ এর দৃশ্যায়ন শুরু হবে। অস্ট্রেলিয়ার প্রাক্তন এই স্পিন জাদুকর বলেছেন, ‘আমার কাছে বলিউডে কাজ করার প্রস্তাব এসেছে৷ এর বেশি কিছু বলতে চাই না৷’

কয়েকদিন আগে মেলবোর্নে অনুষ্ঠিত মুম্বাই চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী পল্লবী শারদার (বেশরম, হাওয়াইজাদে) সঙ্গে দেখা যায় শেনকে। ধারণা করা হচ্ছে পল্লবীই হতে যাচ্ছেন ছবিটির নায়িকা।

এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি বলিউডের ‘আনইন্ডিয়ান’ ছবিতে অভিনয় করেছেন। অনুপম শর্মার পরিচালনায় এতে তার সহশিল্পী তনিষ্ঠা চটোপাধ্যায়। সিডনিতে এর কাজ শেষ হয়েছে সম্প্রতি। ওয়ার্ন তার একসময়ের এই সতীর্থর পথ ধরেন কি-না তা সময়ই বলে দেবে।

ক্রিকেটার হলেও বরাবরই পর্দার তারকাদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে এসেছেন শেন ওয়ার্ন। হলিউড অভিনেত্রী এলিজাবেথ হার্লির সঙ্গে তার উদ্দাম প্রেমের খবর ছিলো বহুল চর্চিত বিষয়।

বাংলাদেশ সময় : ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।