ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অস্কার মঞ্চে লেডি গাগা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
অস্কার মঞ্চে লেডি গাগা লেডি গাগা

লেডি গাগার ঝলক দেখা যাবে অস্কার মঞ্চে। আগামী ২২ ফেব্রুয়ারি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।

এবারই প্রথম অস্কারে গাইতে যাচ্ছেন বলে বেশ উচ্ছ্বসিত মার্কিন এই পপতারকা।

টনি বেনেটের সঙ্গে ‘চিক টু চিক’ গানটি গ্র্যামিতে পরিবেশন করেন গাগা। অস্কারে বেনেট তার সঙ্গী হবেন কি-না জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ‘ব্যাড রোমান্স’ গানটি পরিবেশন করবেন এই ২৮ বছর বয়সী।

অস্কার অনুষ্ঠানে সাধারণত মনোনীত গান ছাড়া শিল্পীরা পরিবেশনায় অংশ নেওয়ার সুযোগ পান খুব কম। গ্র্যামীজয়ী লেডি গাগা সে দলের নতুন সদস্য হতে যাচ্ছেন। অস্কারের ৮৭তম আসরের দুই প্রযোজক ক্রেগ জ্যাডান ও নেইল মেরনের সঙ্গে টুইটারে একটি ছবি দিয়েছেন তিনি।

লেডি গাগার আগে জ্যাক ব্ল্যাক, আনা কেন্ড্রিক ও জেনিফার হাডসনের গান গাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। হলিউডের ডলবি থিয়েটার ও হাইল্যান্ড সেন্টারে কয়েকদিনের মধ্যেই সাজানো শুরু হবে অস্কার মঞ্চ। এরই মধ্যে শুরু হয়ে গেছে কাউন্টডাউন।

বাংলাদেশ সময় : ২১৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।