ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করণ-আলিয়া-দীপিকার নামে এফআইআর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
করণ-আলিয়া-দীপিকার নামে এফআইআর করণ জোহর, দিপীকা পাড়ুকোন ও আলিয়া ভাট

সম্প্রতি ভারতের একটি চ্যানেলে প্রচার হওয়া বিতর্কিত কমেডি শো ‘এআইবি রোস্ট’ এর জের ধরে এফআইআর জারি হলো করণ জোহর, রণবীর সিং, দিপীকা পাড়ুকোনের নামে। সন্তোষ দণ্ডকার নামে এক সমাজকর্মীর দাখিল করা জনস্বার্থ মামলার ভিত্তিতে অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেয় আদালত।

 

‘এইআইবি’ শো অনলাইনে আসার সঙ্গে সঙ্গে তুমুল হইচই পড়ে বলিউডে। মূলত হাসির শো হলেও, এ অনুষ্ঠানে ভাষার ব্যবহার নিয়ে বলিউড ছিল নানান দ্বিধা৷ আমির খানের মতো কেউ কেউ এই ধরনের ভাষা ব্যবহারের বিরোধিতা করেছেন।

 

সন্তোষের আইনজীবি জানিয়েছেন, তার মক্কেল এই শো-কে ‘ভালগার’ ও‘পর্ণোগ্রাফিক’ মনে করেছেন। কেন তার মক্কেলর এ ধারনা, তা ব্যাখ্যা করে তিনি জানান, এই সমস্ত অভিনেতা-অভিনেত্রীদের দ্বারা দেশের তরুণ প্রজন্ম ব্যাপকভাবে প্রভাবিত হয়। এরাই যদি গালাগালি করেন, কিংবা মহিলাদের প্রতি খারাপ ভাষা ব্যবহার করেন, তবে তা মোটেও শিক্ষণীয় নয়।

 

দেশে বাক স্বাধীনতার গণতন্ত্র থাকলেও, ভারতীয় আইনের ২৯৪ ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে কটুভাষার ব্যবহার বা এ ধরনের কাজ দণ্ডণীয় অপরাধ।

 

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।