ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইনসাইড ইউ এর ‘১৪ সেকেন্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ইনসাইড ইউ এর ‘১৪ সেকেন্ড’

দীর্ঘ ৮ বছর আগে যাত্রা শুরু করে একটি ব্যান্ড। নাম ‘ইনসাইড ইউ’।

ব্যান্ডটি সারাদেশে বিভিন্ন কনসার্টে মঞ্চ মাতানোর পর এনেছে তাদের প্রথম একক ব্যান্ড অ্যালবাম ‘১৪ সেকেন্ড’। সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন ডিফারেন্ট টাচ ব্যান্ডের সদস্য মেসবাহ।  

 

নতুন এ অ্যালবামে মোট গান রয়েছে ১০টি। রতনের কন্ঠে গাওয়া অ্যালবামের সবগুলো গান রচনা করেছেন শুভ। ব্যান্ডের সদস্যদের সুরে পুরো অ্যালবামের মিক্সিং করেছেন আমজাদ।  

 

মোজো নিবেদিত ‘১৪ সেকেন্ড’ অ্যালবামের গানগুলোর শিরোনাম ‘এলোমেলো’, ‘অনুরোধ’, ‘মেঠো পথ’, আঁধারের জীবন’, ‘নদী ঢেউ ও মন’, ‘স্পর্শ কাতর’, ‘ভাবনার শহর’, ‘ছুটি’, ‘১৪ সেকেন্ড’ ও ‘মৃত্যু এলিজি’।  

 

ব্যান্ডের ড্রামার মুহিন বাংলানিউজকে বলেন, ‘আমরা প্রায় এক বছর সময় নিয়ে শ্রোতাদের জন্য এ অ্যালবামটি করেছি। রক ও মেলো ধরনার গানে সাজানো এ অ্যালবামটি শ্রোতাদের পছন্দ হবে বলে আশা করছি। আর মোজোকে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাশে থাকার জন্য। ’


ব্যান্ডের বর্তমান লাইন আপ :

রতন  (ভোকাল), মুহিন (ড্রামস), রাসেল (গিটার), জিসান (কি-বোর্ড), তমাল (বেস) ও শুভ (গীতিকার ও ভোকাল)।  

 

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।