ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিজের ছবির স্ক্রিপ্ট লেখক সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
নিজের ছবির স্ক্রিপ্ট লেখক সালমান সালমান খান

অভিনয়, প্রযোজনা অনেক হয়েছে। এবার সালমান খান লিখে ফেলছেন তার অভিনীত সম্প্রতি মুক্তি পাওয়া ‘কিক’ ছবির সিক্যুয়ালের চিত্রনাট্য।

এ ছবির গল্পটা নিজের হাতেই লিখতে চান সালমান খান।

‘কিক’ ছবির সিক্যুয়াল নিয়ে নিজের গল্পের ভাবনা পরিচালক সাজিদ নাদিওয়াদওয়ালাকে শুনিয়েছেন সালমান। গল্প শুনে ভাল লেগে যায় সাজিদের। তখনই সালমানকে অনুরোধ করেন সিক্যুয়ালের স্ক্রিপ্টটা লিখেই ফেলতে। একটি সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন সাজিদ নিজেই।

সাজিদ বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে সালমান স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছেন। কিন্তু, এখনই এই বিষয় বেশি কিছু বলার সময় আসেনি। ’

সালমান বিষয়টি নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। বন্ধুদের সঙ্গে আলোচনাও করেছেন এই স্ক্রিপ্ট নিয়ে। এখনও ছবির গল্প নিয়ে কিছু জানা যায়নি। তবে সালমানের মতোই ছবির গল্পেও থাকবে আবেগ। বেশ কয়েকটি ছবির শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এখনই স্ক্রিপ্ট লেখার কাজে হাত দিচ্ছেন না সালমান।

এর আগে ২০১০ সালে ‘বীর’ ছবির স্ক্রিপ্ট লিখেছিলেন সালমান।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।