ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নৃত্যশিল্পী লিজা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
নৃত্যশিল্পী লিজা! লিজা

ক্লোজআপ ওয়ান বিজয়ী শিল্পী লিজাকে প্রথমবারের মত নৃত্যশিল্পীর ভূমিকায় দেখবে দর্শকরা। তবে কোনো অনুষ্ঠানে না।

আসছে পহেলা বৈশাখে প্রকাশ হতে যাওয়া তার দ্বিতীয় একক অ্যালবামের ‘সুরাইয়া’ শিরোনামের গানে। সম্প্রতি দিয়াবাড়িতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে।

রবিউল ইসলাম জীবনের কথায় এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। আর ভিডিওটি নিদের্শনা দিয়েছেন তানিম রহমান অংশু।

এ প্রসঙ্গে লিজা বাংলানিউজকে বলেন, ‘গানটির সঙ্গে তাল মিলিতে নাচতে দেখা যাবে আমাকে। ছোটবেলায় গানের পাশাপাশি নাচও করেছি। সেই সাহস থেকেই চেষ্টা করা।

এটা ছিল আমার জন্য অনেক মজার একটা অভিজ্ঞতা। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন। ’

শুটিংয়ে পুরোটা সময় তাঁর পাশে ছিলেন সংগীতশিল্পী কনা। তিনি লিজাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন বলেও জানান তিনি। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান।

‘সুরাইয়া’ গানটির ভিডিও ১৪ ফেব্রুয়ারি থেকেই অনলাইনে এবং বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।