ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে তাহসানের গান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ভালোবাসা দিবসে তাহসানের গান তাহসান খান / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান নতুন একটি সিঙ্গেল বের করেছেন। গানের শিরেনাম ‘এসোনা’।

সুস্মিতা বিশ্বাস সাথীর লেখা এ গানটির কম্পোজিশন করেছেন নাগিব হক। যাদুঘরের প্রযোজনায় এ গানটি অনলাইনে প্রকাশ হয়েছে।

গানটি প্রসঙ্গে তাহসান খান বাংলানিউজকে বলেন, ‘গানটি একটু আগেও শুনেছি। আমার কাছে তো বেশ লাগছে। আশা করি, ভক্তরা নতুনভাবে এটি শুনবে এবং সবার পছন্দ হবে। ’

গানটি নিয়ে নাগিব হক এবং সুস্মিতা জানান, এটা তাদের অন্যরকম এক প্রচেষ্টা। গানটি সিনেমাটিক, রক ও ফিউশন ধাঁচের। লেখনি, গাথুঁনি সবমিলে শ্রোতারা নতুন এক তাহসানকে খুঁজে পাবে।

‘এসোনা’ গানটি অনলাইনে আইটিউনস, ই-টিউনস, মেলাবেল এবং কাইনেটিক মিউজিকে মুক্তি পেয়েছে। এর বাইরে যাদুঘরের টিমের করা ৬টি গান মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘মৃত্যুপুরীতে’। জায়েদ রেজওয়ানের এ ছবিতে অভিনয় করবেন আরিফিন শুভ।

এছাড়া শিগগিরই নাগিব হকের একক অ্যালবামসহ নওমি, মেহরিন, তাসফিসহ অনেকের সিঙ্গেল গান নিয়ে হাজির হবে যাদুঘর।

** (ওপরের ছবিতে) তাহসান খান, সুস্মিতা বিশ্বাস সাথী ও নাগিব হক


বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।