ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অভিনন্দন পেলেন ইমন ও আয়েশা দম্পতি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
অভিনন্দন পেলেন ইমন ও আয়েশা দম্পতি স্ত্রী আয়েশা ইসলামের সঙ্গে ইমন

মডেল-অভিনেতা ইমন এখন বান্দরবানে ‘পদ্ম পাতার জল’ ছবির শেষ অংশের কাজ করছেন। বিশ্ব ভালোবাসা দিবসেও তাই ব্যস্ত ছিলেন তিনি।

এ কারণে জীবনসঙ্গী আয়শা ইসলামের কাছাকাছি থাকতে পারেননি। তাই ফেসবুকে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ইমন।

ডিজাইনার আয়শা ইসলামকে ভালোবেসে বিয়ে করেন ইমন। ভালোবাসা দিবসের পরদিন ১৫ ফেব্রুয়ারি তাদের বিবাহবার্ষিকী। এজন্য তাদেরকে ভক্ত ও শুভকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।

ইমন ফেসবুকেই স্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বাংলানিউজকে বলেন, ‘আমরা বেশ ভালো আছি। বিবাহবার্ষিকীতে ও ভালোবাসা দিবসে কাজের জন্য আয়শার কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। তবে সে আমার সবটা জুড়ে আছে এবং সবসময় ভালোবাসার মানুষ হয়েই থাকবে। ’

তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতে ইমনের সহশিল্পী বিদ্যা সিনহা মিম। এর কাজ শেষ করে ২০ ফেব্রুয়ারি ইমনের ঢাকায় ফেরার কথা।

বাংলাদেশ সময় : ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।