ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূ্র্বর রেস্তোরাঁয় নিরবের কাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
অপূ্র্বর রেস্তোরাঁয় নিরবের কাজ টামি টাইমে নিরব

২০০৪ সালে ‘ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতার মাধ্যমে নিরব ও অপূর্বর একসঙ্গে পথচলা শুরু হয় বিনোদন আঙিনায়। এরপর অমিতাভ রেজার নির্দেশনায় নেসক্যাফের বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার জন্য চুক্তিবদ্ধ হন নিরব।

নির্মাতা আরেকজনকে খুঁজছিলেন। তখন অপূর্বর নাম প্রস্তাব করেন নিরব। ব্যস, হয়ে গেলো। একসঙ্গে মডেল হয়ে গেলেন তারা।

আজ রোববার রাজধানীর গুলশানে টামি টাইম রেস্তোরাঁয়ে এসে সেসব স্মৃতি মনে পড়লো নিরবের। কারণ রেস্তোরাঁটির অন্যতম অংশীদার অভিনেতা অপূর্ব। নিরব এর আগেও এখানে এসেছিলেন। তবে এবার এসেছেন কাজ করতে। ‘ভোলা তো যায় না তারে’ ছবির দৃশ্যধারণ চলছে সেখানে।

নিরব বাংলানিউজকে বললেন, ‘অপূর্ব আমার খুব ভালো বন্ধু। ওর রেস্তোরাঁয় মাঝে মধ্যে আসি। কিন্তু এবারই প্রথম কাজ করতে এলাম। ’

ধলেশ্বরী চলচ্চিত্র প্রযোজিত ও রফিক শিকদার পরিচালিত ছবিটিতে নিরবের সহশিল্পী হিল্লোল ও তানহা। শিগগিরই গানের দৃশ্যধারণের জন্য বান্দরবান যাবেন তারা।

গানগুলো লিখেছেন জনি হক, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি ও মাহমুদ মানজুর। সুর ও সংগীত পরিচালনায় আরফিন রুমি, ইমরান, বেলাল খান ও কিশোর।


* পরিচালক রফিক শিকদার আর তানহার পাশে নিরব

বাংলাদেশ সময় : ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।