ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অবশেষে পরীমনি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
অবশেষে পরীমনি! পরীমনি / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অপেক্ষার পালা শেষ হয়ে এলো অভিনেত্রী পরীমনির। এতদিন ক্যামেরায় মুখ দেখা গেছে তার।

তবে এবার প্রেক্ষাগৃহের বড়পর্দায় দেখতে পাওয়া যাবে তাকে। আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘ভালোবাসা সীমাহীন’।

শাহ আলম মন্ডল পরিচালিত এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, জায়েদ খান, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ।

১৩ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পাবার পর ২৭ ফেব্রুয়ারি শতাধিক হলে ছবিটি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পরিচালক। অন্যদিকে, বেশকিছু ছবিতে অভিনয় করেও এতদিন ধরে কোনো ছবি মুক্তি পায়নি তার। অবশেষে এমন সুখবর শুনে পরীমনিও ছবিটি নিয়ে বেশ উচ্ছাস প্রকাশ করলেন।

এ ছবি প্রসঙ্গে পরীমনি বাংলানিউজকে বলেন, ‘শেষমেষ আমার দু:খ শেষ হতে যাচ্ছে। আমার প্রথম কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমি ভীষণ আনন্দিত। এ ছবিতে আমাকে তালুকদার পরিবারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে মির্জা পরিবারের সন্তান জায়েদ খানকে ভালোবাসলেও বিয়ে হয় মিলনের সঙ্গে। শুরু হয় নানা ঘটনা। ’

‘ভালোবাসা সীমাহীন’ ছবিটির ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে। নোমান কথাচিত্রের ব্যানারের এ ছবিতে ছয়টি গান স্থান পেয়েছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।