ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘সম্রাট’ নিয়ে আসছেন রাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
‘সম্রাট’ নিয়ে আসছেন রাজ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ/ ছবি: নূর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘সম্রাট’- অ্যাকশন-রোমান্টিক ধাঁচের একটি ছবির নাম। পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

চলতি বছরের মে মাস থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। ছবিটির ট্যাগলাইন রাখা হয়েছে ‘কিং ইজ হিয়ার’। এটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া, সহ-প্রযোজনায় অর্কি প্রোডাকশন ও সিনেমাওয়ালা।

‘সম্রাট’-এর গল্প অপরাধজগতের এক সম্রাটকে ঘিরে। তাকে হারাতে পারে না কেউ। তাই ছবির নাম রাখা হয়েছে ‘সম্রাট’। এর গল্প আর চিত্রনাট্যও তৈরি করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন অভিনয়শিল্পী চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শিগগির মহরতের মাধ্যমে তাদের নাম ঘোষণা করবো। ’

এর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ (জাহিদ হাসান, মৌসুমী, মোশাররফ করিম) এবং ‘তারকাঁটা’ (মৌসুমী, আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম) ছবি দুটি মুক্তি পেয়েছে। এ ছাড়া তিনি ‘ছায়াছবি’ (পূর্ণিমা, আরিফিন শুভ) নামে আরেকটি ছবি পরিচালনা করেছেন। এটি এখনও মুক্তি পায়নি।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।