ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবসে আগ্রহ নেই রণবীরের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ভালোবাসা দিবসে আগ্রহ নেই রণবীরের রণবীর কাপুর

রণবীর কাপুর এখন অনেক মেয়ের স্বপ্নের মানুষ। বলিউডে প্রেমিক চরিত্রের জন্য মানানসই তারকাদের মধ্যেও তিনি অন্যতম।

তবে চারপাশে ভালোবাসা দিবস নিয়ে যে উন্মাদনা হয় তাতে মোটেও আগ্রহ দেখান না ৩২ বছর বয়সী এই অভিনেতা।

 

শুধু তা-ই নয়, ‘বাচনা অ্যায় হাসিনো’ (২০০৮), ‘রকস্টার’ (২০১১), এবং ‘ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি’ (২০১৩) ছবিগুলোর মাধ্যমে মেয়েদের হৃদয় কাঁপিয়ে দেওয়া রণবীর নাকি জীবনেও ভ্যালেন্টাইনস ডে উদযাপন করেননি! তার ভাষ্য, ‘মনে হয় না কখনও ভালোবাসা দিবস উদযাপন করেছি। কেননা এটা আমার পছন্দ নয়। তিনি আরও বলেছেন, আমি ভালোবাসা দিবস পালন করাতে বিশ্বাসী নই। ’ 

 

বিশ্ব ভালোবাসা দিবসে বিশ্বাসও করেন না রণবীর। তার মন্তব্য, ‘আর্চিস গ্যালারি আর হলমার্কের মতো শুভেচ্ছা কার্ড বিক্রির প্রতিষ্ঠানগুলো মুনাফার লক্ষ্যে এই দিনটি তৈরি করেছে। এটাকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু নেই। ’

 

সম্প্রতি দিল্লিতে কাজের ফাঁকে গীতিকার ইরশাদ কামিলের কাব্যগ্রন্থ ‘এক মাহীনা নাজমো কা’র মোড়ক খোলেন রণবীর। কৈশোরে কাউকে পছন্দ হলে প্রস্তাব দিয়ে কবিতা লিখেছেন কি-না জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘না-না। লাল গোলাপের তোড়ার সঙ্গে শুধু লিখে দিতাম, আমি তোমাকে ভালোবাসি!’

 

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রæয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।