ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফোর্বসের সফল ৩০ জনের তালিকায় শ্রদ্ধা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ফোর্বসের সফল ৩০ জনের তালিকায় শ্রদ্ধা

২০১৪ দারুণ কেটেছে, এ বছরের শুরুটাও ভালো হয়েছে শ্রদ্ধা কাপুরের জন্য। গত বছর ‘এক ভিলেন’ সুপারহিট হয়েছে, ‘হায়দার’ কুড়িয়েছে প্রশংসা।

ক্যারিয়ারে এতো কম সময়ে এমন সাফল্য ক’জনের কপালেই জোটে!

ফলে ভারতে ফোর্বস সাময়িকীর অনুর্ধ্ব ৩০ তালিকায় স্থান করে নিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। ৩০ বছরের কম বয়সীদের মধ্যে সবচেয়ে সফল ৩০ জনের তালিকাটি ফোর্বসের ভারতীয় সংস্করণের চলতি সংখ্যায় প্রকাশিত হয়েছে।

শুধু অভিনয় নয়, ‘এক ভিলেন’ ছবির ‘গালিয়া’ গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবেও সুনাম কুড়িয়েছেন শ্রদ্ধা। এবার রেমো ডি’সুজা পরিচালিত ‘এবিসিডি টু’ ছবিতে প্রভুদেবা ও বরুণ ধাওয়ানের সঙ্গে নাচের ঝলক দেখাবেন ২৫ বছর বয়সী এই তারকা ।

ছবি বাছাইয়ের বেলায় বরাবরই মেধার পরিচয় দিয়েছেন শ্রদ্ধা। তার হাতে আরও আছে ফারহান আখতারের ‘রক অন টু’।

বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।