ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

লেডি গাগার বাগদান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
লেডি গাগার বাগদান লেডি গাগা ও টেলর কিনি

ভালোবাসা দিবসটা দারুণ ফুরফুরে কেটেছে লেডি গাগার। সেদিন প্রেমিক টেলর কিনির কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।

এবার থিতু হতে চান বলে রাজি হয়ে হাত বাড়িয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী মার্কিন এই পপ সেনসেশন। এরপর তার অনামিকায় হৃদয় আকৃতির একটি আংটি পরিয়ে দেন টেলর। ইউএস সাময়িকী এক প্রতিবেদনে জানিয়েছে, নিউইয়র্কে গাগার পরিবারের রেস্তোরাঁয় ভালোবাসা দিবস উদযাপন করেছেন তারা।

সেই ছবি ১৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দিয়ে বাগদানের খবর দুনিয়াকে জানালেন গাগা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ভ্যালেন্টাইনস ডেতে আমাকে ওর এই হৃদয়টা দিয়েছে। আমিও রাজি হয়েছি। ’

গাগার প্রকৃত নাম স্টেফানি জারমানোট্টা। গ্র্যামিজয়ী এই তারকা ২০১১ সালে ‘ইউ অ্যান্ড আই’ গানের ভিডিও তৈরির সময় তাদের পরিচয়। অবশ্য দুই বছর আগে মনোমালিন্য হওয়ায় কিছুদিনের জন্য টেলরের কাছ থেকে দূরে ছিলেন গাগা। তবে সম্প্রতি আমেরিকান রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, টেলর প্রস্তাব দিলে তাকে বিয়ে করবেন।

পেশায় অেভিনেতা টেলর কিনি অভিনয় করেছেন ‘জিরো ডার্ক থার্টি’র মতো বিখ্যাত ছবিতে। এ ছাড়া টিভি সিরিজ ‘শিকাগো ফায়ার’-এ দেখা যাচ্ছে ৩৩ বছর বয়সী এই তারকাকে।

বাংলাদেশ সময় : ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।