ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ড্রাইভিং লাইসেন্সই ছিলো না সালমানের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
ড্রাইভিং লাইসেন্সই ছিলো না সালমানের সালমান খান

সময় যতো গড়াচ্ছে, সালমান খানের বিরুদ্ধে গাড়ি চাপা মামলা ততোই জটিলতর হয়ে উঠছে। তাই ৪৯ বছর বয়সী এই অভিনেতার আকাশে শুধুই মেঘের ঘনঘটা।

সেই অনাকাঙ্ক্ষিত রাতে গাড়ি চালকের আসনে থাকলেও বলিউডের এই অভিনেতার ড্রাইভিং লাইসেন্সই ছিলো না! আদালতের তলব পেয়ে মহারাষ্ট্রের আঞ্চলিক পরিবহন কার্যালয়ের (আরটিও) এক কর্মকর্তা বিচারক ডি ডব্লিউ দেশপান্ডেকে এ তথ্য জানান।

সালমান বৈধ ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন ২০০৪ সালে। দুর্ঘটনা ঘটে আরও দুই বছর আগে। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বান্দ্রার শহরতলির এক ফুটপাথে সজোরে ধাক্কা খায় সলমনের এসইউভি ব্র্যান্ডের একটি গাড়ি। তখন ফুটপাথে ঘুমন্ত এক ব্যক্তির মৃত্যু হয়, আহত হন আরও চারজন।

সালমানের বিরুদ্ধে চলা এই মামলায় এখন পর্যন্ত ২১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আরেক সাক্ষী পুলিশের এক সাব-ইন্সপেক্টর জানান, দুর্ঘটনার পর সালমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি তখন মাতাল ছিলেন কি-না তা জানতে চিকিৎসক শশীকান্ত পওয়ার রক্ত পরীক্ষা করেছিলেন।  


বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫


 

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।