ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দেবেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্য দেবেন সুবর্ণা মুস্তাফা সুবর্ণা মুস্তাফা

বিশ্বকাপ ক্রিকেট এরই মধ্যে মাঠে গড়িয়েছে। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি।

এদিন আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। বরাবরের মতো এই খেলাও সরাসরি সম্প্রচার করবে রেডিও ভূমি এফএম ৯২.৮। বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচের সরাসরি ধারাভাষ্যে অংশ নেবেন সুবর্ণা মুস্তাফা।  

 

সুবর্ণার পাশাপাশি তারকাদের মধ্যে ধারাভাষ্য প্যানেলে আরও থাকবেন ফারজানা ব্রাউনিয়া, মৌসুমী, শহিদুল আলম সাচ্চু, লুৎফর রহমান রিটন।

 

এ ছাড়া নিয়মিত ধারাভাষ্য প্যানেলে আরও থাকছেন অমিতাভ, সামি, মাহফুজ, শামসুল, বোরহান, কামরুজ্জমান, তামান্না ও সুমনা। ধারাভাষ্য প্যানেলে সরাসরি অংশ নিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও।

 

ঢাকা থেকে ৮০ কিলোমিটার প্রশস্ত নেটওয়ার্কের চার কোটি শ্রোতার জন্য বিশ্বকাপ ক্রিকেট নিয়ে রেডিও ভূমির এই বিশেষ আয়োজন।

 

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫


* এই বিশ্বকাপ ক্রিকেটে সুবর্ণা মুস্তাফা

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।