ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেলের বউ প্রসূন!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জেলের বউ প্রসূন! প্রসূন আজাদ/ ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জেলের বউ হতে যাচ্ছেন প্রসূন আজাদ। এজন্য শাড়ি পড়ে নিজেকে সাজিয়ে-গুছিয়ে নিয়েছেন তিনি।

একটি নাটকের জন্য তার এ প্রস্তুতি। নাম ‘মেঘনা’।   রচনা ও পরিচালনায় সেলিম রেজা সেন্টু।  

 

রুপগঞ্জের বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম ও রাহুল আনন্দ।  

নাটকটি নিয়ে প্রসূন আজাদ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম মেঘনা। রুপনগরের সনাতন ধর্মালম্বী এক গ্রাম্য মাঝির বৌ এর চরিত্রে অভিনয় করছি। নতুন এক অভিজ্ঞতা। নাটকে আমার সহশিল্পী আজাদ আবুল কালাম ও রাহুল দার সঙ্গে অভিনয় করতে বেশ ভালো লাগছে। ’

 

এখানে মাঝির চরিত্রে আজাদ আবুল কালাম ও একজন গায়েনের চরিত্রে অভিনয় করেছেন রাহুল আনন্দ। খুব শিগগিরই একটি বেসরকারী টিভিতে প্রচার হবে ‘মেঘনা’।  

 

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।