ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দেব আবার ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
দেব আবার ঢাকায়

রাজনৈতিক সফরের উদ্দেশ্যে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হিসেবে ১৯ ফেব্রুয়ারি বিকেলের ফ্লাইটে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। সঙ্গে অভিনেত্রী মুনমুন সেন, অভিনেতা প্রসেনজিৎ, পরিচালক গৌতম ঘোষ ও সংগীতশিল্পী নচিকেতার আসার কথা রয়েছে।

 

 

এদিকে ঢাকায় আসার খবর জানিয়ে দেব ১৮ ফেব্রুয়ারি বিকেলে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘কাল আবার সুন্দর বাংলাদেশে আসছি। সবার ভালোবাসার অপেক্ষায় রইলাম। ’

 

দেব এখন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পার্লামেন্ট সদস্য। চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতেও সময় দিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই সফর। তবে দেবের এবারের সফরে চলচ্চিত্র বিষয়ক কোনো আলোচনা থাকবে কি-না তা এখনও জানা যায় নি।  

 

এটি দেবের দ্বিতীয় ঢাকা সফর। এর আগে ‘বুনোহাঁস’ ছবির শুটিং এর কাজে প্রথমবার ঢাকা এসেছিলেন এ অভিনেতা। এটি নির্মাণ করেন কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী।  

 

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।