ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জনি ডেপের গানের ব্যান্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
জনি ডেপের গানের ব্যান্ড জনি ডেপ

গানের প্রতি জনি ডেপের দুর্বলতার কথা কে না জানে! হলিউডের ছবিতে অভিনয় করে পর্দা কাঁপালেও গানের প্রতি বরাবরই আলাদা আগ্রহ আছে তার। এবার নতুন একটি ব্যান্ড গড়েছেন তিনি।

নাম ‘হলিউড ভ্যাম্পায়ার্স’। তার সঙ্গে আছেন গায়ক অ্যালিস কুপার ও অ্যারোস্মিথ ব্যান্ডের গিটারশিল্পী জো পেরি।

কুপারের সঙ্গে ফুরসত পেলেই গান করেন জনি। এর আগে ওয়েসিস এবং মেরিলিনের মতো ব্যান্ডের গানে গিটার বাজিয়েছেন তিনি। এবার ব্যান্ড গড়লেন ৫১ বছর বয়সী হলিউডের এই সুপারস্টার। নিজের ওয়েবসাইটে এ তথ্য জানান অ্যালিস। একই নামে সত্তর দশকে একটি ব্যান্ড ছিলো। নামটা সেখান থেকেই ধার করেছেন তারা।

জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিলের রিও ডি জানেইরোতে আয়োজিত রক ইন রিও উৎসবে প্রথমবার সংগীত পরিবেশন করবে হলিউড ভ্যাম্পায়ার্স। অ্যালিস এর আগে জন লেনন, হ্যারি নিলসন, কিথ মুন ও রিঙ্গো স্টারের সঙ্গে বাজিয়েছেন।


বাংলাদেশ সময়:  ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।