ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জেনির নাটক সম্পাদনা করলেন অপূর্ব!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
জেনির নাটক সম্পাদনা করলেন অপূর্ব! ‘এডিটর’ নাটকে অপূর্ব ও জেনি

অপূর্ব একটি মিডিয়া হাউসে ভিডিও সম্পাদনার কাজ নিয়েছেন। একদিন জেনির নাটক সম্পাদনা করতে গিয়ে ভালো লেগে যায় তার।

ওই নাটকের সহকারী পরিচালকের কাছ থেকে জেনির মোবাইল নম্বর নিয়ে প্রযোজক সেজে ফোন করেন অপূর্ব। এরপর একসময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু অপূর্ব যে ভিডিও সম্পাদকের কাজ করেন না জানা হয় না জেনির।  

 

এটি ‘এডিটর’ নাটকের কাহিনী সংক্ষেপ। লিখেছেন মানস পাল, পরিচালনায় এমদাদুল হক খান। উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে ভিডিও এডিটর শাকিল চরিত্রে অপূর্ব আর নবাগতা রিমির ভ‚মিকায় অভিনয় করেছেন জেনি। এ ছাড়াও আছেন মৌরী সেলিম, মারুফ মান্নাফ শুভ, জাহাঙ্গীর, আশরাফুল আশীষ, এসআই শহীদ, দৃষ্টি ফারিয়া, সানাম জারিন, নাজির খান প্রমুখ।  

 

নাটকটি নিয়ে নির্মাতা এমদাদ বাংলানিউজকে জানান, ভিডিও এডিটর আর উঠতি নায়িকার গল্প নিয়ে খুব একটা কাজ হয়নি। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে ‘এডিটর’।

 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।